Dhola High School
Learn. Educate. Grow
“ Education is not just about going to school and getting a degree. It's about widening your knowledge and absorbing the truth about life. ”
General Info
Headmaster: Saiful Islam Laskar
Grade Levels: V-XII
Quick Info
Guardian Meeting
Exam Schedule
News & Events
We are now online and live from anywhere in the world.
Programs & Facilities
Sports and Annual Cultural Function Details will be available soon.
Career Opportunities
Career Opportunities i.e. recruitment to some vacant posts will be notified here as required. Keep in touch.
Staff Directory
Click here to view Staff Details
Take a Look
The "Yashoda Dulal Mondal Memorial Award" will be given.
Lina Mandal, a former teacher with financial support.
The "Anamik Das (Pramanik) Memorial Prize" will be given.
Financial Assistant Teacher Gautam Das.
The "Basanti Memorial Award" will be given.
Amit Pahari, a former teacher with financial support.
“জ্ঞান সাধকের দোয়াতের কালি শহীদের রক্ত অপেক্ষা পবিত্রতর।” - আল হাদিস
About the School
বিংশ শতাব্দীর যাত্রাপথে পশ্চাৎপদ অনগ্রসর মানুষের মধ্যে শিক্ষার আলো জ্বালাতে কতিপয় শিক্ষাপ্রেমী স্বপ্ন দেখেছিলেন শিক্ষা প্রতিষ্ঠান গড়ার। তাদের মহতী প্রয়াসে ইং ১৯৩২ সালে ঢোলা হাই স্কুলের প্রতিষ্ঠা। এলাকার আপামর জনগণের আশীর্বাদকে মাথায় নিয়ে ঢোলা হাই স্কুল একবিংশ শতাব্দীতে পদার্পণ করেছে। সে দিনের অঙ্কুরিত বীজ আজ মহীরুহে আত্মপ্রকাশ করেছে। এই যুগান্তকারী পরিবর্তনের রূপকার এলাকাবাসী। অগণিত প্রতিভাধর সন্তান আজ সমাজের মুখ উজ্জ্বল করেছে। প্রতিষ্ঠান তাদের জন্য গৌরবান্বিত। বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ৩০০০ জন। কিন্তু শিক্ষকের সংখ্যা ছাত্র -ছাত্রী অনুপাতে অপ্রতুল ও উপযুক্ত পরিকাঠামাের অভাব।
পশ্চিমবঙ্গ সরকারের বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ সংসদ কর্তৃক VIII+ স্তরে টেলিফোন ও মোবাইল রিপেয়ারিং প্রকল্প এবং ওয়েল্ডিং প্রকল্প অনুমােদন , নবম - দ্বাদশ শ্রেণীর জন্য এপেয়ারেল ( টেলারিং ) ও পাওয়ার ( ইলেকট্রিক টেকনিসিয়ান ) প্রকল্প , ঐচ্ছিক বিষয় হিসাবে নবম - দশম শ্রেণীর জন্য এবং ইলেকটিভ বিষয় হিসাবে একাদশ - দ্বাদশ শ্রেণীর জন্য অনুমোদন , এবং আই সি টি (ICT) প্রকল্পে কম্পিউটার ক্লাস হওয়ার ফলে বিদ্যালয়ের কলেবর বৃদ্ধি পেয়েছে।
একাদশ দ্বাদশ শ্রেণিতে ২০১১-২০১২ শিক্ষাবর্ষে বিজ্ঞান শাখা খোলা হয়েছে। ছাত্রছাত্রীদের জন্য লাইব্রেরী ও সংখ্যালঘু মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য পৃথক ছাত্রাবাস নির্মাণে বর্তমান পরিচালন কমিটির ধারাবাহিক প্রয়াস অব্যাহত রয়েছে । বিদ্যালয়ের প্রবেশদ্বার এলাকাবাসীর গর্ব এবং পূর্বাংশে সদভাব মণ্ডপ (কমিউনিটি হল) নির্মাণ কাজ সমাপ্ত হতে চলেছে।
বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়াসে ‘কন্যাশ্রী প্রকল্পে প্রায় ৯০০ ছাত্রী সুবিধা পেয়ে এলাকার নারী শিক্ষার অগ্রগতি বাড়িয়ে তুলেছে। এবং চলতী শিক্ষা বর্ষে সবুজ সাথী প্রকল্পে নবম শ্রেণীর প্রায় ৩৫o ছাত্র-ছাত্রী সাইকেল পাওয়ার সুযোগ পেয়েছে। ‘শিক্ষাশ্রী প্রকল্প তপশিলি ছাত্র-ছাত্রীরা বৃত্তির টাকা পাওয়ার অধিকারী হয়েছে এবং সমস্ত সংখ্যালঘু ছাত্র-ছাত্রীরা ঐক্যশ্রী বৃত্তির টাকা পাচ্ছে।
এই মহতী - পরিকল্পনা রূপায়নে পরিচালন কমিটি সর্বস্তরের মানুষের কাছে সাহায্য সহযােগিতা প্রত্যাশা করে।
বিদ্যালয় পরিচালন কমিটির পক্ষে
প্রধান শিক্ষক ও সম্পাদক - সাইফুল ইসলাম লস্কর।
একাদশ দ্বাদশ শ্রেণিতে ২০১১-২০১২ শিক্ষাবর্ষে বিজ্ঞান শাখা খোলা হয়েছে। ছাত্রছাত্রীদের জন্য লাইব্রেরী ও সংখ্যালঘু মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য পৃথক ছাত্রাবাস নির্মাণে বর্তমান পরিচালন কমিটির ধারাবাহিক প্রয়াস অব্যাহত রয়েছে । বিদ্যালয়ের প্রবেশদ্বার এলাকাবাসীর গর্ব এবং পূর্বাংশে সদভাব মণ্ডপ (কমিউনিটি হল) নির্মাণ কাজ সমাপ্ত হতে চলেছে।
বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়াসে ‘কন্যাশ্রী প্রকল্পে প্রায় ৯০০ ছাত্রী সুবিধা পেয়ে এলাকার নারী শিক্ষার অগ্রগতি বাড়িয়ে তুলেছে। এবং চলতী শিক্ষা বর্ষে সবুজ সাথী প্রকল্পে নবম শ্রেণীর প্রায় ৩৫o ছাত্র-ছাত্রী সাইকেল পাওয়ার সুযোগ পেয়েছে। ‘শিক্ষাশ্রী প্রকল্প তপশিলি ছাত্র-ছাত্রীরা বৃত্তির টাকা পাওয়ার অধিকারী হয়েছে এবং সমস্ত সংখ্যালঘু ছাত্র-ছাত্রীরা ঐক্যশ্রী বৃত্তির টাকা পাচ্ছে।
এই মহতী - পরিকল্পনা রূপায়নে পরিচালন কমিটি সর্বস্তরের মানুষের কাছে সাহায্য সহযােগিতা প্রত্যাশা করে।
বিদ্যালয় পরিচালন কমিটির পক্ষে
প্রধান শিক্ষক ও সম্পাদক - সাইফুল ইসলাম লস্কর।
Rules & regulations
• বিদ্যালয়ের সময় : সােমবার থেকে শুক্রবার ১০-৫০ মি. ৪-৩০ মি. শনিবার ১০-৫০ মি. ১.৩০ মি.
• ইউনিফর্ম ব্যতিত বিদ্যালয়ে আসা যাবে না।
• প্রার্থনা সভায় সকলের উপস্থিতি আবশ্যক। এই সময়ে শৃঙ্খলা ভঙ্গ করলে জাতীয় সঙ্গীতের অবমাননার দায়ে উপযুক্ত শাস্তি হবে।
• শতকরা ৭০ দিন বিদ্যালয়ে অবশ্যই উপস্থিত থাকতে হবে। বিদ্যালয়ে উপস্থিত হলে ছুটি না হওয়া পর্যন্ত বিদ্যালয়ের বাহিরে যাওয়া যাবে না।
• বিদ্যালয় চলাকালীন বিনা অনুমতিতে বিদ্যালয় পরিত্যাগ করলে উপযুক্ত শাস্তি প্রয়ােগ করা হবে।
• দীর্ঘদিন অসুস্থতার জন্য বিদ্যালয়ে অনুপস্থিত হলে মেডিকেল সার্টিফিকেট ও অভিভাবকের দরখাস্ত উপস্থিতির দিন প্রধান শিক্ষক/ শ্রেণি শিক্ষকের কাছে জমা দিতে হবে।
• বিদ্যালয়ের দেওয়াল কোনভাবে অপরিষ্কার করা যাবে না।
• বিদ্যালয়ে কোন সম্পদ বিনষ্ট করলে বা ফুল গাছের কোন অংশ ছিড়লে উপযুক্ত জরিমানা দিতে হবে।
• পরীক্ষাতে অসৎ উপায় অবলম্বন করলে পরীক্ষা বাতিল করা হবে এবং পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে ইহা অবশ্যই বাধা হবে।
• বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা যথাযথভাবে মেনে চলতে হবে, নচেৎ বহিষ্কার করা হতে পারে।
• প্রতিদিন বিদ্যালয়ের ডায়েরী আনতে হবে। অভিভাবক তার বক্তব্য ডায়েরিতে লিখে পাঠাবেন এবং শ্রেণি শিক্ষক/শিক্ষিকা তাঁর বক্তব্য ডায়েরীতে লিখে অভিভাবককে জানাবেন। শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকের মধ্যে যোগাযোগের মাধ্যম এই ডায়েরীটি।
• প্রত্যেক ছাত্র-ছাত্রীকে অবশ্যই স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস ও বার্ষিক ক্রীড়ানুষ্ঠাননে অংশগ্রহণ করতে হবে।
• বিদ্যালয় পরিবেশ পরিচ্ছন্ন রাখতে Use Me ড্রাম ব্যবহার করতে হবে।
• ইউনিফর্ম ব্যতিত বিদ্যালয়ে আসা যাবে না।
• প্রার্থনা সভায় সকলের উপস্থিতি আবশ্যক। এই সময়ে শৃঙ্খলা ভঙ্গ করলে জাতীয় সঙ্গীতের অবমাননার দায়ে উপযুক্ত শাস্তি হবে।
• শতকরা ৭০ দিন বিদ্যালয়ে অবশ্যই উপস্থিত থাকতে হবে। বিদ্যালয়ে উপস্থিত হলে ছুটি না হওয়া পর্যন্ত বিদ্যালয়ের বাহিরে যাওয়া যাবে না।
• বিদ্যালয় চলাকালীন বিনা অনুমতিতে বিদ্যালয় পরিত্যাগ করলে উপযুক্ত শাস্তি প্রয়ােগ করা হবে।
• দীর্ঘদিন অসুস্থতার জন্য বিদ্যালয়ে অনুপস্থিত হলে মেডিকেল সার্টিফিকেট ও অভিভাবকের দরখাস্ত উপস্থিতির দিন প্রধান শিক্ষক/ শ্রেণি শিক্ষকের কাছে জমা দিতে হবে।
• বিদ্যালয়ের দেওয়াল কোনভাবে অপরিষ্কার করা যাবে না।
• বিদ্যালয়ে কোন সম্পদ বিনষ্ট করলে বা ফুল গাছের কোন অংশ ছিড়লে উপযুক্ত জরিমানা দিতে হবে।
• পরীক্ষাতে অসৎ উপায় অবলম্বন করলে পরীক্ষা বাতিল করা হবে এবং পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে ইহা অবশ্যই বাধা হবে।
• বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা যথাযথভাবে মেনে চলতে হবে, নচেৎ বহিষ্কার করা হতে পারে।
• প্রতিদিন বিদ্যালয়ের ডায়েরী আনতে হবে। অভিভাবক তার বক্তব্য ডায়েরিতে লিখে পাঠাবেন এবং শ্রেণি শিক্ষক/শিক্ষিকা তাঁর বক্তব্য ডায়েরীতে লিখে অভিভাবককে জানাবেন। শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকের মধ্যে যোগাযোগের মাধ্যম এই ডায়েরীটি।
• প্রত্যেক ছাত্র-ছাত্রীকে অবশ্যই স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস ও বার্ষিক ক্রীড়ানুষ্ঠাননে অংশগ্রহণ করতে হবে।
• বিদ্যালয় পরিবেশ পরিচ্ছন্ন রাখতে Use Me ড্রাম ব্যবহার করতে হবে।
School Hours
M-F: 10:50 am – 4:30 pm
Saturday: 10:50 am – 1:30 pm
Sunday: Closed
Saturday: 10:50 am – 1:30 pm
Sunday: Closed
Phone & Email
Principal's Desk
” Will be Available Soon. ”
Calendar
Monday, July 5
Coming Soon...
Thursday, July 18
Coming Soon...
Friday, August 1
Coming Soon...
Programs & Events
Upcoming Events and Programs
“We are going to start the Annual Sports in our premises.”
“Our Annual Cultural Function will be held soon.”
“We have started our online journey.”
Students
Programs & Evnets
Faculty
Years Established
Get In Touch
Location: Dhola Hat, South 24 Parganas, West bengal
Telephone: 973 526 3609
Email: dholahighschool@gmail.com
"শ্রদ্ধাবান ব্যক্তিই জ্ঞান লাভ করে"